ফাতিমা শেখ : ১৯২তম জন্মদিন
গত ৯ জানুয়ারি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম প্রশিক্ষিত মুসলমান স্কুলশিক্ষিকা ফাতিমা শেখের জন্মদিন। ফাতিমা শেখ শুরু থেকেই ছিলেন তেজস্বিনী। তাঁর নিজের সম্প্রদায়ের শত বিরোধিতা সত্ত্বেও তিনি ভাইয়ের কাছে প্রাথমিক পড়ালেখা শিখেছিলেন। কিন্তু সেখানেই শেষ নয়, তরুণী ফাতিমা নিজের অর্জিত শিক্ষাকে তাঁর সমাজের বৃহত্তর অংশের মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখতেন। জ্যোতিবা আর সাবিত্রীবাঈ দম্পতির নারীশিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের মূল কর্ণধার হয়ে ওঠেন ফাতিমা শেখই।
by সুচেতনা মুখোপাধ্যায় | 11 January, 2023 | 466 | Tags : fatima sekh first-muslim-women-teacher-in-india